সার্বিক ভাবে প্রথম দফার ২৮ শতাংশ প্রার্থী কোটিপতি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব শুরু (Lok Sabha 2024)। প্রথম দফায় দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফাতেই লড়াইয়ে নীতীন গড়করি (Nitin Gadkari), কিরেন রিজিজু, সর্বানন্দ সোনওয়াল, নকুল নাথদের মতো হেভিওয়েটরা। লড়ছেন বহু ধনকুবের, আবার লড়াইয়ে রয়েছেন চালচুলোহীন আমআদমিও।
প্রথম দফায় বাংলার ৩ আসনে ভোট হচ্ছে। এর বাইরে ভোট হবে অরুণাচল প্রদেশ (২), অসম (৫), বিহার (৪), ছত্তিশগড়়(১), মহারাষ্ট্র (৫), মণিপুর (১), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), মধ্যপ্রদেশ (৫), উত্তরাখণ্ড (৫), আন্দামান ও নিকোবর (১) জম্মু ও কাশ্মীর (১) লাক্ষাদ্বীপ (১) পুদুচেরির (১) মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে।
এই দফায় সবচেয়ে ধনী প্রার্থী কংগ্রেসের নকুল নাথ (Nakul Nath)। তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। ধনী প্রার্থীদের তালিকায় দ্বিতীয় তামিলনাড়ুর এরোড কেন্দ্রের AIADMK প্রার্থী অশোক কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা। তালিকায় তৃতীয় তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবনাথন যাদব। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি টাকা। প্রথম দফার সবচেয়ে ধনী এবং সবচেয়ে গরীব প্রার্থীর মধ্যে বৈষম্যও বিরাট। নকুল নাথের সম্পত্তি যেখানে ৭১৬ কোটি টাকা, সেখানে তামিলনাড়ুর তুথুকুড্ডির নির্দল প্রার্থী পোনরাজ কে’র সম্পত্তি মাত্র ৩২০ টাকা। মহারাষ্ট্রের রামটেকের নির্দল প্রার্থী কার্তিক ডোকের সম্পত্তি মাত্র ৫০০ টাকার। তামিলনাড়ুর চেন্নাই উত্তর কেন্দ্রের নির্দল প্রার্থীর সম্পত্তির পরিমাণও মাত্র ৫০০ টাকা।
সার্বিক ভাবে প্রথম দফার (Lok Sabha 2024) ভোটে ক্রোড়পতি প্রার্থীর সংখ্যাটা কম নয়। প্রথম দফায় মোট ১ হাজার ৬১৮ জন প্রার্থী লড়াইয়ে আছেন। এর মধ্যে ৪৫০ জন প্রার্থী কোটিপতি। যা মোট প্রার্থীর ২৮ শতাংশ।