Skip to main content
Source
PuberKalom
https://www.puberkalom.com/107-mps-mlas-accused-of-hate-speech-bjp-tops-list-adr/
Author
জুইফা পারভীন
Date

পুবের কলম,ওয়েবডেস্ক: সম্প্রতি ‘হিন্দু ওয়াচ’ নামে এক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ভারতের রাজনৈতিক দলগুলির দেওয়া ঘৃণা ভাষণ নিযে রিপোর্ট দিয়েছিল। তাতে দেখা গিয়েছিল, গত ছ’মাসে বিদ্বেষমূলক ভাষণের ৮০ শতাংশই দিয়েছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এবার প্রায় তেমন রিপোর্টই দিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। সেখানে রিপোর্টে বলা হয়েছে, গত ৫ বছরে মোট ১০৭ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে রয়েছে বিদ্বেষ ভাষণ দেওয়ার অভিযোগ। এদের সিংহভাগই বিজেপির সাংসদ ও বিধায়ক। সব থেকে বেশি ঘৃণা ভাষণ দিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও বিধায়করা।  এডিআর রিপোর্টে বলেছে, গত পাঁচ বছরে এ ধরনের মামলায় অভিযুক্ত ৪৮০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিধায়ক ও সাংসদদের দেওয়া নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই রিপোর্ট পেশ করেছে এডিআর ও ন্যাশানাল ইলেকশন ওয়াচ (নিউ)। এই তালিকায় বিজেপি সাংসদের সংখ্যা সর্বোচ্চ। ৩৩ জনের মধ্যে মোট ২২ জন সাংসদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে দেখা যায়, চলতি বছরের প্রথম ছ’মাসে ৮০ শতাংশ ঘৃণা ভাষণ দিয়েছেন গেরুয়া শাসকরাই।এডিআরের তালিকায় কংগ্রেসের দু’জন সাংসদ, আপ, ডিএমকে, উদ্ধবপন্থী শিবসেনা, পিএমকে-এর একজনকে করে সাংসদ রয়েছেন। উত্তরপ্রদেশে রয়েছেন সাত সাংসদ। এরপরই তালিকায় আছে তামিলনাড়ুর চারজন সাংসদ। বিহার, কর্ণাটক, তেলেঙ্গানায় তিনজনের বিরুদ্ধে বিদ্বেষ ভাষণের মামলা। আবার গুজরাত, অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে দু’জন করে সাংসদ রয়েছেন তালিকায়। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কেরল, ওড়িশা ও পাঞ্জাবের থেকে রয়েছেন একজন করে সাংসদ। ৭৪ জন বিধায়কের বিরুদ্ধে এই ঘৃণা ভাষণের মামলা রয়েছে। সেখানেও শীর্ষে বিজেপি। তাদের মোট ২০ বিধায়কের বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ রয়েছে।