নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্পোরেট সেক্টর ও বিভিন্ন ব্যবসাসিক প্রতিষ্ঠানের ‘অনুদান’ থেকে বিজেপির পকেটে এসেছে সবথেকে বেশি টাকা। ২০১৯-২০ সালের অর্থবর্ষের রিপোর্ট বলছে, বিজেপি যেখানে ৭০০ কোটি টাকার উপরে কর্পোরেট সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ‘চাঁদা’ বাবদ আয় করেছে, সেখানে তাদের ধারে কাছেও নেই কংগ্রেস, সিপিএম, তৃণমূল। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, কর্পোরেট সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মুণ্ডপাতে অভ্যস্ত সিপিএম অবশ্য চাঁদা বাবদ অনেক বেশি আয় করেছে রাজ্যের শাসকদল তৃণমূলের থেকে। চলতি বছরের ৪ এপ্রিল একটি রিপোর্ট পেশ করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বা এডিআর। ২০১৯-২০ অর্থবর্ষে জাতীয় দলগুলির কাছে কী পরিমাণ কর্পোরেট অনুদান এসেছে, তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। তাতে উল্লেখ, সর্বমোট অনুদান ২৩৩৯টি। তাতে মোর্ট অর্থ ৯২১.৯৫ কোটি টাকা। এর মধ্যে বিজেপির কাছে কর্পোরেট অনুদান এসেছে ২০২৫টি। যার মাধ্যমে বিজেপির অ্যাকাউন্টে এসেছে ৭২০.৪০৭ কোটি টাকা। এখানে বিজেপির থেকে অনেক পিছিয়ে কংগ্রেস। হাত চিহ্নের দলের কাছে এসেছে ১৫৪টি কর্পোরেট ডোনেশন। তার মাধ্যমে কংগ্রেস পেয়েছে ১৩৩.০৪ কোটি টাকা। বিজেপি, কংগ্রেসের পর তৃতীয় স্থানে এনসিপি। ৩৬টি অনুদান বাবদ তাদের ঝুলিতে এসেছে ৫৭.০৮৬ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে সিপিএম। ২০১৯-২০ সালে তারা পেয়েছে ১১৭টি ডোনেশন। মোট সংগ্রহ ৬.৯১ কোটি টাকা। আর পঞ্চম স্থানে তৃণমূল। তাদের কাছে মাত্র ৭টি ডোনেশন এসেছে। জোড়াফুল শিবির পেয়েছে সাড়ে চার কোটি টাকা।