Skip to main content
Date

নয়াদিল্লি: বর্তমানে লোকসভার ৫২১ জন সাংসদের মধ্যে ৮৩ শতাংশ কোটিপতি। ৩৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে আবার ফৌজদারি মামলা রয়েছে। এমনই জানাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামার ভিত্তিতেই এই রিপোর্ট দিয়েছে এডিআর। সেই রিপোর্টে বলা হয়েছে, ‘৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জন কোটিপতি। তাঁদের মধ্যে ২২৭ জন বিজেপি সদস্য, ৩৭ জন কংগ্রেসের এবং ২৯ জন এআইএডিএমকে-র। ২০১৪ সালের নির্বাচনে জেতা সাংসদদের গড় সম্পদ ১৪.৭২ কোটি টাকা। ৩২ জন সাংসদ জানিয়েছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি। মাত্র দু’জন সাংসদ জানিয়েছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম।’

এডিআর-এর রিপোর্টে আরও বলা হয়েছে, ‘১০৬ জন সাংসদ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো ধারায় ফৌজদারি মামলা রয়েছে।’