Skip to main content
Source
ETV Bharat Bengali
https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/107-sitting-mps-mlas-have-hate-speech-cases-against-them-most-from-bjp-adr-report/wb20231003200513653653283
Author
ETV Bharat Bangla Desk
Date
City
New Delhi

ADR report on hate speech cases: বর্তমান 107 জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে রয়েছে হেট স্পিচ বা ঘৃণাত্মক বক্তব্যের মামলা ৷ আর তাঁদের বেশিরভাগই বিজেপির রাজনীতিক ৷ জানাল এডিআর ও নিউয়ের রিপোর্ট ৷

107 জন বর্তমান সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য বা হেট স্পিচের মামলা রয়েছে ৷ এর মধ্যে সর্বাধিক হল বিজেপির রাজনীতিক ৷ মঙ্গলবার এ কথা জানাল দিল্লির অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (নিউ)৷ তারা জানিয়েছে, 480 জন প্রার্থীর বিরুদ্ধে ঘোষিত মামলা থাকা সত্ত্বেও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷

বর্তমান সাংসদ ও বিধায়ক এবং বিধানসভা ও লোকসভায় অসফল প্রার্থী-সহ 4,768 জন প্রার্থীর স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে এডিআর এবং নিউ । দেখা গিয়েছে যে, 33 জন বর্তমান সাংসদ এবং 74 জন বর্তমান বিধায়ক তাঁদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের মামলা থাকার কথা স্বীকার করেছেন ।

রাজ্য-ভিত্তিক তালিকায় সবার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ৷ সেখানে সবচেয়ে বেশি 16 জন প্রার্থীর (7 সাংসদ এবং 6 জন বিধায়ক) বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য রাখার মামলা রয়েছে ৷ তার পরেই স্থান বিহারের ৷ সেখানে 12 জন প্রার্থীর বিরুদ্ধে এমন মামলা রয়েছে ৷ তালিকায় তিন নম্বরে আছে তামিলনাড়ু ও তেলেঙ্গানা, তাদের নয় জন প্রার্থীর বিরুদ্ধে এমন মামলা রয়েছে । এই ধরনের প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম কেরলে, সেখানকার মাত্র একজন সাংসদের বিরুদ্ধে হেট স্পিচের মামলা রয়েছে ৷

বিজেপির 42 জন বিধায়কের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের মামলা রয়েছে । কংগ্রেসের 15 জন প্রার্থী ও আম আদমি পার্টির সাতজন প্রার্থীর বিরুদ্ধে এমন মামলা রয়েছে ৷ ডিএমকে, সমাজবাদী পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেসের পাঁচজন করে প্রার্থী এবং আরজেডির চারজন প্রার্থীর বিরুদ্ধে হেট স্পিচের মামলা রয়েছে ।

আইন কমিশনের মতে, ভারতীয় দণ্ডবিধির অধীনে 124(A), 153(A), 152(B), 298, 295(A), 505(2) এবং 505 (1) ধারাগুলি ঘৃণাত্মক বক্তব্যের ক্ষেত্রে লাগু হয় ৷ বিদ্বেষপূর্ণ বক্তৃতা মামলার প্রার্থীদের যে তালিকা এডিআর প্রকাশ করেছে, তাতে অমিত শাহ, প্রহ্লাদ জোশি, গিরিরাজ সিং, শশী থারুর, কানিমোঝি, সঞ্জয় রাউত, আসাদুদ্দিন ওয়াইসি, দিলীপ ঘোষ, নিশিকান্ত দুবে এবং অন্যান্য মন্ত্রী ও সাংসদের নাম রয়েছে ।

বিধায়কদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্তালিন এবং কে চন্দ্রশেখর রাও, তেজস্বী যাদব, বাবুল সুপ্রিয় এবং অন্যান্যরা । রিপোর্টে আরও বলা হয়েছে যে, ঘৃণামূলক বক্তব্যের ঘোষিত মামলা-সহ মোট 480 জন প্রার্থী গত পাঁচ বছরে বিধানসভা এবং লোকসভা/রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ।