Skip to main content
Date

দিল্লি, ১৮ ডিসেম্বর : ২০১৭-১৮ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির আয়ের দিক থেকে সবার আগে রয়েছে কেন্দ্রের শাসকদল BJP। এমনই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস(ADR)। তাদের রিপোর্টে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে BJP-র আয়ের পরিমাণ একহাজার কোটি টাকারও বেশি। একই অর্থবর্ষে তাদের ব্যয়ের পরিমাণ ৭৫০ কোটি টাকা। কংগ্রেস এখনও পর্যন্ত নির্বাচনে কমিশনে অডিট রিপোর্ট জমা না দেওয়ায় তাদের আয় ও ব্যয়ের হিসাব পাওয়া যায়নি।

গতকাল ডেমোক্রেটিক রিফর্মস তাদের প্রতিবেদনে বলেছে, ২০১৭-২০১৮ অর্থবর্ষে BJP-র মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে CPI(M)। তাদের আয় ১০৪ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। মায়াবতীর BSP-র মোট আয়ের পরিমাণ ৫১ কোটি ৬৯ লাখ ৪০ কোটি টাকা। ADR-র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-২০১৭ অর্থবর্ষের তুলনায় ২০১৭-২০১৮ অর্থবর্ষে BJP-র আয় কমেছে ৭ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তাদের আয় ছিল ১,০৩৪.২৭ কোটি টাকা।

ব্যয়ের দিক থেকেও এগিয়ে রয়েছে কেন্দ্রের শাসকদল। ২০১৭-২০১৮ অর্থবর্ষে তারা খরচ করেছে ৭৫৮.৪৭ কোটি টাকা। এরপরই রয়েছে CPI(M)। তাদের খরচের পরিমাণ ৮৩.৪৮২ কোটি টাকা। BSP খরচ করেছে ১৪.৭৮ কোটি টাকা।

শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) ঘোষণা করেছে তাদের আয় ৮.১৬ কোটি টাকা। যদিও অবাক হওয়ার মতো হল তাদের ব্যয় ৮.৮৪ কোটি টাকা। অর্থাৎ তারা যা আয় করেছে তার চেয়ে ৬৯ লাখ টাকা বেশি ব্যয় করেছে। তৃণমূল কংগ্রেস তাদের মোট আয় ঘোষণা করেছে ৫ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে CPI-র মোট আয় ১ কোটি ৫৫ লাখ টাকা। ২০১৬-২০১৭ অর্থবর্ষে কংগ্রেসের আয় ছিল ২২৫ কোটি ৩৫ লাখ টাকা। যদিও এবছর এখনও তারা নির্বাচন কমিশনে আয়কর রিটার্নের কপি জমা দেয়নি। ৩০ অক্টোবর ছিল এবছরের মতো বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত তারিখ।