Skip to main content
Source
Key Khobor
https://keykhabor.com/news/india/bjp-congress-bsp-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C/
Author
Srabani Paul
Date
City
New Delhi

করোনার কামড় পড়ছে রাজনৈতিক কোষাগারগুলিতেও। ২০২০-‘২১ অর্থবর্ষের আয়ব্যয়ের হিসেব সম্প্রতি নির্বাচন কমিশনে দিয়েছে বিজেপি, কংগ্রেস। সেই তথ্য অনুযায়ী, চাঁদা এবং অনুদান থেকে টাকার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। বিজেপি জানিয়েছে, ব্য়ক্তিগত অনুদান, ইলেক্টোরাল বন্ড এবং চাঁদা সহ ২০২০-২১ সালে মোট ৪৭৭ কোটি ৫৪ লক্ষ টাকা পেয়েছে দল। ২০১৯-‘২০ সালে পরিমাণটা ছিল ৭৮৫ কোটি। একইভাবে বিজেপির কাছে ক্রমাগত কোণঠাসা হয়ে যাচ্ছে বিজেপি। এতেও ক্ষতির মুখে পড়েছে দল। ২০২০-‘২১ সালে মাত্র ৭৪.৫ কোটি টাকা অনুদান পেয়েছে দল। ঠিক আগের বছরই ১৩৯ কোটি টাকা পেয়েছিল কংগ্রেস। গোটা বছর ধরে চাঁদা জমা হতেই থাকে রাজনৈতিক দলগুলির ঝুলিতে। নির্বাচনের সময় সেই পরিমাণ আরও বেড়ে যায়। কিন্তু অতিমারির কারণেই অর্থে টান পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের। এডিআর রিপোর্ট অনুযায়ী, বিজেপি এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল। দেশের প্রাচীনতম কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। মাঝে মায়াবতীর বহুজন সমাজ পার্টি।