Skip to main content
Source
Eisamay
https://eisamay.com/nation/mamata-banerjee-has-the-lowest-total-asset-compare-to-29-other-crorepati-chief-ministers-of-india/articleshow/99441202.cms
Author
Rupsa Ghosal
Date

দেশের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কোন রাজ্যের? আর কারা রয়েছেন কোটিপতিদের তালিকায়?

হাইলাইটস

  • দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাকি 29 রাজ্যের মুখ্যমন্ত্রীই কোটিপতি
  • দেশের ধনীতম মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি

দেশের ৩০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস (ADR) সংস্থার একটি রিপোর্ট জানাচ্ছে, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। তবে গরিব কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কত সম্পত্তির অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী?

ধনীতম মুখ্যমন্ত্রী কে?

অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস (ADR) সংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে ধনীতম হলেন অন্ধ্র প্রদেশের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। যদিও তিনি জগনমোহনের থেকে বেশ খানিকটা পিছিয়ে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ সমান। দু'জনেরই রয়েছে ৩ কোটি টাকার সম্পত্তি।

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণের তালিকায় সবচেয়ে নীচে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ লাখ টাকার সামান্য বেশি। ফলে তিনিই হচ্ছে বর্তমানে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী। 

বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও বেতন নেন না তিনি। মুখ্যমন্ত্রী পদের বেতন গ্রহণ করেন না। সাংসদের পেনশনের টাকাও তিনি নেন না। তাঁর রোজগারের একমাত্র উৎস বই লেখা এবং গানের সুর ও লিরিক্স। কখনও আবার ছবি আঁকা। ফলে দেশের অন্য মুখ্যমন্ত্রীদের থেকে তিনি বরাবরই ব্যতিক্রমী। তাঁর এই শিল্পকর্মের থেকে পাওয়া অর্থই তাঁর একমাত্র সম্পত্তি। 

নীল সাদা শাড়ি আর হাওয়াই চটিতে অনাড়ম্বর জীবনযাপনই পছন্দ তাঁর। ফ্রম নবান্ন টু বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাদামাটা বেশভূষা যেন একটা ট্রেডমার্ক হয়ে উঠেছে। এ রাজ্যে CPIM, BJP থেকে শুরু করে কেন্দ্র মোদী সরকার, বিরোধীদের চোখে চোখ রেখে সর্বদা লড়াইয়ের ময়দানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে 'সততার প্রতীক' হিসেবে প্রজেক্ট করে থাকেন দলীয় কর্মীরা। যা নিয়ে আবার হামেশাই কটাক্ষ করে থাকেন বিরোধীরা। তবে তৃণমূল সমর্থকরা মনে করছেন দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তকমাই এই সব কটাক্ষের জবাব।

তালিকায় আর কে কে?

দেশের দরিত্র মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কেরলের পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটির সামান্য বেশি। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের সম্পত্তির পরিমাণও এক কোটির সামান্য বেশি। দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি রয়েছেন CPIM-এর বিজয়নের পরেই।