Billionaire : রাজ্যভিত্তিক হিসেবে অন্ধ্রপ্রদেশে রয়েছেন সবথেকে বেশি সাংসদ। মোট ১১ জন সাংসদের ৫ জন বিলয়নিয়ার। তেলেঙ্গানায় রয়েছেন ৩ জন।
২২৫ সদস্যের ২৭ জনই বিলিয়নিয়ার ! রাজ্যসভার সাংসদদের (Rajya Sabha MP) কার ঠিক কত অর্থ, সেই তথ্য একত্রিত করার পর দেখা গিয়েছে চোখ ধাঁধানো তথ্য। ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্যদের গড় অর্থ ৮০.৯৩ কোটি। আর ২৭ জন সাংসদের রয়েছে ১০০ কোটিরও বেশি সম্পত্তি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড ন্যাশনাল ইলেকশন ওয়াচ দ্বারা প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে যে তথ্য।
রাজ্যসভার ২৩৩ জন সংসদের মধ্যে ২২৫ জনের তথ্য সংগৃহিত করেছে তারা। এই মুহূর্তে একটি আসন ফাঁকা রয়েছে। তিনজন সাংসদ তাঁদের এফিডেভিট পাওয়া যায়নি ও জম্মু ও কাশ্মীরের চারটি আসন ধরা হয়নি। যে ২২৫ জন সাংসদের অর্থ-তথ্য বিবেচনা করা হয়েছে, তাদের মধ্যে ২৭ জন (প্রায় ১২ শতাংশ) বিলিয়নিয়ার (billionaires)। ১০০ কোটিরও বেশি সম্পত্তি থাকার তালিকার সবার ওপরে রয়েছেন বিজেপি সাংসদরা (BJP MP)।
গেরুয়া শিবিরের ৮৫ জন রাজ্যসভার সাংসদের মধ্যে ৬ জন বিলিয়নিয়ার। কংগ্রেসের রাজ্যসভার ৩০ সাংসদের মধ্যে ৪ জনের রয়েছে ১০০ কোটিরও বেশি সম্পত্তি। ৯ জনের মধ্যে ৪ YSR কংগ্রেস সাংসদ, আপের ক্ষেত্রে ১০ জনের মধ্যে ৩ জন সাংসদ ও টিআরএসের ৭ জনের মধ্যে ৩ জন সাংসদ বিলিয়নিয়ার। আর আরজেডি-র ৬ সাংসদের মধ্যে ২ জনের সম্পত্তি ১০০ কোটির বেশি। রাজ্যভিত্তিক হিসেবে অন্ধ্রপ্রদেশে রয়েছেন সবথেকে বেশি সাংসদ। মোট ১১ জন সাংসদের ৫ জন বিলয়নিয়ার। তেলেঙ্গানায় রয়েছেন ৩ জন। মহারাষ্ট্রের ১৯ জনের মধ্যে ৩ জন সাংসদের সম্পত্তি ১০০ কোটির বেশি।
তেলেঙ্গানার বান্দি পার্থ সারথীর সম্পত্তির পরিমাণ রাজ্যসভার সাংসদদের মধ্যে সবথেকে বেশি। তথ্য জানাচ্ছে, টিআরএসের সাংসদের সম্পত্তি ৫ হাজার ৩০০ কোটির বেশি। সম্পত্তির বিচারে তাঁর পরে রয়েছেন যথাক্রমে আল্লা অযোধ্যা রামি রেড্ডি (ওয়াই এসআর কংগ্রেস) ও সামজবাদী পার্টি সাংসদ তথা অমিতাভ-জায়া জয়া বচ্চন। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২৫৭৭ কোটি ও ১০০১ কোটির বেশি। উল্টোদিকে, সবথেকে কম সম্পত্তি থাকা পাঞ্জাবের আপের সাংসদ বলবীর সিংহ। তাঁর সম্পত্তি ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি। সবথেকে কম সম্পত্তির সংসদদের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইকও। বঙ্গের সাংসদের সম্পত্তির পরিমাণ ৯ লাখের কাছাকাছি।