Table of Contents
- কংগ্রেস,ডিএমকে নেতাদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা
-
কোন পার্টির নেতাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা?
Criminal Charges Against Indian Ministers: সম্প্রতি ভারতের সকল মন্ত্রীদের নিয়ে একটি অবাক করার মতো রিপোর্ট বের হয়েছে যেখানে ৪৭% মন্ত্রীর নামে ফৌজদারি মামলা পাওয়া গিয়েছে। সেই রিপোর্ট বলছে ভারতের ২৭টি বিধানসভা, ৩টি কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের ৬৪৩ জন মন্ত্রীর মধ্যে ৩০২ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। সেই ৩০২ জন মন্ত্রীর মধ্যে ১৭৪ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে গুরুতর ফৌজদারি মামলা।
জানা গিয়েছে যদি কোনো মন্ত্রী ৫ বছর বা তার বেশি গুরুতর ফৌজদারি অভিযোগে ৩০ দিন গ্রেফতার হন বা হেফাজতে থাকেন তাহলে তিনি তাঁর পদ হারিয়ে ফেলতে পারেন। ফৌজদারি অভিযোগে অভিযুক্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণ নিয়ে কেন্দ্র তিনটি বিল উত্থাপন করেছে আর তারপরই এই রিপোর্টটি প্রকাশ করে ADR। সেই রিপোর্টে উঠে এসেছে ভারতের প্রায় ৪৭ শতাংশ মন্ত্রী খুন, অপহরণ এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ এগুলোর সঙ্গে জড়িত।এই তালিকায় ৩৩৬ জন বিজেপি মন্ত্রীর নাম রয়েছে যাদের মধ্যে ১৩৬ জন অর্থাৎ প্রায় ৪০ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে ৮৮ জন অর্থাৎ ২৬ শতাংশ নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে।
কংগ্রেস,ডিএমকে নেতাদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা
অন্যদিকে ৪৫ জন কংগ্রেস নেতা অর্থাৎ ৭৪% নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা। সেই নেতাদের ১৮ জন অর্থাৎ ৩০% এর বিরুদ্ধে রয়েছে গুরতর অপরাধের মামলা। এদিকে ডিএমকের ৩১ জন নেতার মধ্যে ২৭ জন অর্থাৎ ৮৭% নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর এদের মধ্যে ১৪ অর্থাৎ ৪৫% নেতার বিরুদ্ধে রয়েছে গুরতর মামলা। রাজ্যের শাসকদলের ৪০ জন মন্ত্রীর মধ্যে ১৩ জন অর্থাৎ ৩৩% নেতার বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। তাদের মধ্যে ৮ জন অর্থাৎ ২০% নেতার বিরুদ্ধে রয়েছে গুরতর অভিযোগ।
কোন পার্টির নেতাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা?
অন্যদিকে তেলুগু দেশম পার্টির নেতাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা রয়েছে। সেই দলের ২৩ জনের মধ্যে ২২ জন অর্থাৎ ৯৬% মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। তাদের মধ্যে ১৩ জন অর্থাৎ ৫৭% নেতার বিরুদ্ধে গুরুতর অপরাধ নথিভুক্ত করা হয়েছে। এদিকে আপ মন্ত্রীদের ১৬ জনের মধ্যে ১১ জন অর্থাৎ ৬৯ শতাংশ নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর ৫ জন অর্থাৎ ৩১% নেতার বিরুদ্ধে গুরুতর অপরাধ নথিভুক্ত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, দিল্লি এবং পুদুচেরির মতো ১১টি বিধানসভার ৬০% এর বেশি মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, নাগাল্যান্ড এবং উত্তরাখণ্ডের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা সেটি জানা যায়নি।