Source: 
One India
https://bengali.oneindia.com/news/west-bengal/lok-sabha-election-2024-in-the-third-phase-election-in-bengal-13-the-candidates-core-property-230871.html
Author: 
Kousik Sinha
Date: 
30.04.2024
City: 

Lok sabha Election 2024: তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা আসনে নির্বাচন রয়েছে। কমিশনের তরফে চলছে একেবারে শেষ তরফের প্রস্তুতি। জানেন কী এই চার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের মধ্যে কোটিপতি ১৩ জন। তৃতীয় দফার জন্য মনোনয়ন জমা পড়েছে। শাসক-বিরোধীদের জমা দেওয়া হলফনামায় তাঁদের মোট স্থাবর-অস্থাবর সম্পদের ওই আর্থিক হিসেব জানাতে হয়।

আর তাতেই দেখা গিয়েছে যে এবার নির্বাচনে ১৩ জন প্রার্থী কোটিপতি। এমনকি তালিকায় রয়েছেন মুর্শিদাবাদ আসনের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। 'সর্বহারা দলের' রাজ্য সম্পাদকের মোট সম্পদের পরিমান এক কোটি ৬৮ লক্ষ ৫১ হাজার টাকা। তবে সম্পদের নিরিখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এক নম্বরে আছেন।

তাঁর সম্পদের পরিমান ৫১ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার। আইএসএফ প্রার্থী সাহাজান বিশ্বাস সম্পত্তির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমান ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। এরপরেই রয়েছেন আবু তাহের। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। জমা দেওয়া হলফনামায় তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমান ৩ কোটি ৮৪ লক্ষ টাকা।

তৃতীয় দফায় উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে। এই চার কেন্দ্রের মোট ৫৭ জন প্রার্থী। তাঁদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য সামনে এসেছে। আর তা বিশ্লেষণ করেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা এবং আরও কয়েকটি বিষয়কে মাথায় রেখে এই বিশ্লেষণ করা হয়েছে। আর তা করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এমনকি পাঁচ বছরে কাদের বেড়েছে তাও উল্লেখ করা হয়েছে।

এই তালিকাতেও শীর্ষে রয়েছে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর। তাঁর সম্পদ ৩৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ কোটিরও বেশি। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবুর সম্পদও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ২ কোটি ৯৫ লক্ষ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৮৪ লক্ষ টাকা হয়েছে।

গত পাঁচ বছরে উল্লেখযোগ্য ভাবে সম্পত্তি বেড়েছে উত্তর মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মুরও। অন্যদিকে তৃতীয় দফায় ফৌজদারি মামলায় অভিযুক্ত ১২ জন প্রার্থী। যার মধ্যে ৪ জন বিজেপির বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ৭ মে নির্বাচন রয়েছে এই চার লোকসভা কেন্দ্রে। একাধিক প্রভাবশালী প্রার্থী রয়েছেন। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করা হচ্ছে।

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method